ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

এবারের ঈদযাত্রায় ভোগান্তি নেই : ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৫:১০, ২ জুন ২০১৯ | আপডেট: ১৫:১৩, ২ জুন ২০১৯

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এবারের ঈদযাত্রায় মহাসড়কসহ কোন পথেরই ভোগান্তি হচ্ছে না।’

আজ রোববার নরায়ণগঞ্জের দ্বিতীয় মেঘনা সেতু পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, ‘ইতিহাসের সবচেয়ে স্বস্তিদায়ক ঈদযাত্রা হবে এবার। এখন ঢাকা থেকে কুমিল্লা যেতে দেড় ঘন্টা এবং ঢাকা থেকে চট্টগ্রাম যেতে চার ঘন্টা সময় ব্যায় হয়। অন্যান্য মহাসড়কেও কোনো যানজট কিংবা ভোগান্তি নেই। এই যাত্রাকে আরও সুন্দর স্বস্তিদায়ক করতে সার্বিক নিরাপত্তায় বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক আছি।’

বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে তিনি বলেন, ‘অতীতে যারা দুর্নীতিতে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এবং যাদের বিরুদ্ধে এখনও দুর্নীতির বিচার চলছে তাদের মুখে দুর্নীতির অভিযোগ ভুতের মুখে রাম নাম ছাড়া কিছু নয়।’

ভারতের সঙ্গে অমীমাংসিত ইস্যুগুলোর শীঘ্রই মীমাংসা হবে বলে জানান সেতু মন্ত্রী।

এ সময় জেলা পুলিশ সুপার হারুনুর রশিদসহ জেলা প্রশাসন, সড়ক ও জনপথ এবং জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি