ইতিহাসে সড়কে এমন স্বস্তি কখনও দৃশ্যমান হয়নি : ওবায়দুল কাদের
প্রকাশিত : ১২:৩০, ৫ জুন ২০১৯
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এবার সড়কের অবস্থা খুব ভালো ছিল। প্রশাসনসহ সবার প্রচেষ্টায় মানুষ স্বস্তি নিয়ে ঈদ করতে পেরেছে। আমাদের ইতিহাসে সড়কে এমন স্বস্তি কখনও দৃশ্যমান হয়নি। এবার ঈদযাত্রা ইতিহাসের স্বস্তিদায়ক যাত্রা।’
আজ বুধবার বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে ঈদ উল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে এক হতে হবে।’
তিনি সাম্প্রদায়িকতা ও উগ্রবাদের বিরুদ্ধে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।
সংসদ ভবনের এ জামাতে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়াসহ মন্ত্রিসভার সদস্য, জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার মুসল্লিরা জামাতে অংশ নেন।
এসএ/
আরও পড়ুন