অবশেষে ঐক্যফ্রন্ট ছাড়লেন কাদের সিদ্দিকী
প্রকাশিত : ১৪:৪৫, ৮ জুলাই ২০১৯ | আপডেট: ১৫:২৯, ৮ জুলাই ২০১৯
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম অবশেষে ত্যাগ করলেন ঐক্যফ্রন্ট। সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জোট ত্যাগ করার ঘোষণা দেন তিনি।
এর আগে গত শনিবার অনুষ্ঠিত দলের এক সভায় সকল পর্যায়ের নেতারা ফ্রন্ট ছাড়ার জন্য মত দেন।
সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের অস্তিত্ব বা ঠিকানা খোঁজার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে জনগণের সকল সমস্যায় তাদের পাশে থাকার অঙ্গীকারে কৃষক শ্রমিক জনতা লীগ নতুন উদ্যমে পথ চলা শুরু করছে।’
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে বেশ কিছুদিন ধরেই জাতীয় ঐক্যফ্রন্টের কার্যকারিতা এবং তৎপরতা নিয়ে ক্ষুব্ধ ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা।
একাদশ সংসদ নির্বাচনের আগে গত ৫ নভেম্বর ফ্রন্টে যোগ দিয়েছিল কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ।
এসএ/
আরও পড়ুন