ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

 আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠক শনিবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৮, ১৮ জুলাই ২০১৯ | আপডেট: ২০:০০, ১৮ জুলাই ২০১৯

ক্ষমতাসীন আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর বৈঠক আগামী শনিবার (২০ জুলাই) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিন সকাল ১১টায় দলের সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সূত্র জানায়, এ বৈঠকে শোকের মাস আগস্টের কর্মসূচি চূড়ান্ত করা হবে। পাশাপাশি উপজেলা নির্বাচনে বিদ্রোহীদের বহিষ্কারের বিষয়েও আলোচনা হতে পারে।
 
 টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি