ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুব ইউনিয়নের জাতীয় সম্মেলন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৬, ২৭ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

যুব ইউনিয়নের একাদশ জাতীয় সম্মেলন (কাউন্সিল) আজ শনিবার। সকাল ১০টায় রাজধানীর তোপখানা রোডের বিএমএ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

‘কর্মসংস্থান ও ভোটাধিকারের সংগ্রামে জেগে ওঠো তারুণ্য’- এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী এ সম্মেলন আয়োজন করা হয়েছে। এটি উদ্বোধন করবেন শ্রমিক নেতা সহিদুল্লাহ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম।

সম্মেলনে সারাদেশ থেকে তিন শতাধিক প্রতিনিধি ও পর্যবেক্ষক উপস্থিত থাকবেন বলে জানা গেছে। যুব ইউনিয়নের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল ও সাধারণ সম্পাদক হাফিজ আদনান রিয়াদ এক বিবৃতিতে সম্মেলন সফল করতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতার করার আহ্বান জানিয়েছেন।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি