ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ডেঙ্গুর কার্যকর ওষুধ ছিটাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৮, ২৮ জুলাই ২০১৯ | আপডেট: ১৫:৪১, ২৮ জুলাই ২০১৯

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন- ডেঙ্গু মোকাবিলায় কার্যকর ওষুধ ছিটাতে দুই সিটি মেয়রকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন।

আজ রোববার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা জানান সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘ডেঙ্গু আতঙ্ক দূর করতে সারা দেশে সচেতনতামূলক সভা করবে আওয়ামী লীগ।’

এছাড়াও ডেঙ্গুকে সরকার সহজভাবে নিচ্ছেন না বলে জানান মন্ত্রী।

তিনি এ সময় বন্যা দুর্গত মানুষের মধ্যে বিতরণের জন্য দলের ত্রাণ হস্তান্তর করেন।

বিএনপি ত্রাণ বিতরণের নামে ফটোসেশন করেছে, লোক দেখানো ত্রাণ বিতরণ করেছে মন্তব্য করে মন্ত্রী জানান, আওয়ামী লীগ শুধু বন্যার সময়েই নয়, বন্যা পরবর্তী সময়েও পুনর্বাসন পর্যন্ত বানভাসি মানুষের পাশে থাকবে।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি