ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

ডেঙ্গু প্রতিরোধে আওয়ামী লীগের তিন দিনব্যাপী কর্মসূচি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৪, ২৯ জুলাই ২০১৯

ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী এক পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পরিষ্কার রাখি চারপাশের পরিবেশ, গড়ে তুলি পরিচ্ছন্ন সমাজ ও ডেঙ্গুমুক্ত বাংলাদেশ’ শীর্ষক ৩ দিনব্যাপী এই কর্মসূচি সারাদেশে পালন করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের নেতৃত্বে দেশের সকল জেলা, উপজেলা ও ইউনিয়নে আগামী ৩১ জুলাই এবং ২ ও ৩ আগস্ট সকাল এগারোটা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হবে।

আওয়ামী লীগের জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃত্বে সারাদেশে একযোগে এই কর্মসূচি পালিত হবে। দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহও এই কর্মসূচিতে অংশ গ্রহণ করবে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি