ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ডেঙ্গু প্রতিরোধে আজ থেকে আ.লীগের কর্মসূচি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯, ৩১ জুলাই ২০১৯

‘পরিস্কার রাখি চারপাশের পরিবেশ, শেখ হাসিনার নির্দেশ ডেঙ্গুমুক্ত বাংলাদেশ’- এই স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। তিন দিনব্যাপী এই কর্মসূচি সারাদেশে শুরু হচ্ছে আজ বুধবার থেকে।

প্রথম দিন আজ সকাল ১১টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ের পাশের লেকপাড় থেকে শুরু হয়ে ধানমণ্ডির বিভিন্ন স্থানে এই পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হবে।

কর্মসূচির উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সময় ঢাকা মহানগরের প্রতিটি ওয়ার্ড এবং সারাদেশে পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হবে।

এক বিবৃতিতে ওবায়দুল কাদের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পরিচ্ছন্নতা কর্মসূচিতে সর্বাত্মকভাবে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি