ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

১০০ টাকায় ডেঙ্গু পরীক্ষার আহ্বান কাদেরের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮, ৩১ জুলাই ২০১৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ১০০ টাকায় ডেঙ্গুর পরীক্ষা করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ডেঙ্গু মোকাবিলায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে। অন্য যেকোনো চ্যালেঞ্জের মতো ডেঙ্গু মোকাবিলায়ও সরকার সফল হবে বলে আশা তার।

তিনি আরও বলেন, পাড়া মহল্লায় এই পরিচ্ছন্নতা অভিযান চলবে। পরিস্থিতি বিবেচনায় বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করবে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।

প্রসঙ্গত, ‘পরিস্কার রাখি চারপাশের পরিবেশ, শেখ হাসিনার নির্দেশ ডেঙ্গুমুক্ত বাংলাদেশ’- এই স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। তিন দিনব্যাপী এই কর্মসূচি সারাদেশে শুরু হচ্ছে আজ বুধবার থেকে।

প্রথম দিন আজ সকাল ১১টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ের পাশের লেকপাড় থেকে শুরু হয়ে ধানমণ্ডির বিভিন্ন স্থানে এই পরিচ্ছন্নতা কর্মসূচি চলে।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি