ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘এখনও দেশের মানুষ পল্লীবন্ধুকে মনে রেখেছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৪, ৩১ আগস্ট ২০১৯ | আপডেট: ১৪:০৪, ৩১ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

প্রয়াত সাবেক প্রেসিডেন্ট ও পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে এখনও দেশের মানুষ মনে রেখেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

শনিবার (৩১ আগস্ট) সকালে আব্দুল্লাপুর মোড়ে এরশাদের চেহলাম উপলক্ষ্যে জাতীয় পার্টি উত্তরা পশ্চিম থানা আয়োজিত দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কালে তিনি একথা বলেন।

তিনি বলেন, এখনও দেশের মানুষ পল্লীবন্ধুকে মনে রেখেছে। তাকে আজীবন মনে রাখবে। মানুষের অন্তরে তিনি আজীবন বেঁচে থাকবেন।

জিএম কাদের বলেন, দেশ ও মানুষের স্বার্থে কখনোই আপস করেননি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ।

জাতীয় পার্টি উত্তরা পশ্চিম থানার সভাপতি শরীফুল আলম সোহেলের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ফয়সল চিশতী, আবুল কাশেম, ভাইস চেয়ারম্যান বাহাউদ্দিন বাবুল, যুগ্ম মহাসচিব সুলতান আহমেদ সেলিম প্রমুখ।

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি