জাতীয় পার্টিতে কোন বিভাজন নেই : রাঙ্গা
প্রকাশিত : ১৩:১৮, ৮ সেপ্টেম্বর ২০১৯
জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, ‘গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন আর বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করবেন বেগম রওশন এরশাদ। এছাড়া রংপুর-০৩ আসনে প্রার্থীতা চূড়ান্ত করবেন পার্টির চেয়ারম্যান ও মহাসচিব।’
আজ রোববার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মসিউর রহমান রাঙ্গা আরও বলেন, ‘গেলো রাতে (শনিবার) জাতীয় পার্টির শীর্ষ নেতাদের এক বৈঠকে দলকে ভাঙ্গনের হাত থেকে রক্ষা করা হয়েছে। তাছাড়া প্রতিটি দলেই কিছু মানুষ থাকে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। ফায়দা লুটতে চায় পার্টির মধ্যে বিভাজন সৃষ্টি করে। প্রতিটি পরিবারেই ঝামেলা সৃষ্টি হয়। আবার সবাই মিলে তা সমাধানও করা হয়। জাতীয় পার্টিতে সবাই ঐক্যবদ্ধ আছে। কোন বিভাজন নেই। চেয়ারম্যানের ঘোষণা অনুযায়ী আগামী ৩০ নভেম্বর জাতীয় পার্টির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জাপার প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, এসএম ফখরউজ জামান জাহাঙ্গীর, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা ড. নুরুল আজহার, মাহমুদুর রহমান মাহমুদ, ভাইস চেয়ারম্যান জহিরুল আলম রুবেল, মোস্তফা আল মাহমুদ, সম্পাদক মন্ডলীর সদস্য মো. ইসহাক ভূঁইয়া, ফখরুল আহসান শাহজাদা, মো. হেলাল উদ্দিন, খোরশেদ আলম খুশু, ছাত্রসমাজের আহ্বায়ক মো. জামাল উদ্দিন।
এসএ/
আরও পড়ুন