ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

‘মন্ত্রিত্ব চলে গেলে সাংবাদিকতা করব’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৪, ১৪ সেপ্টেম্বর ২০১৯

মন্ত্রিত্ব চলে গেলে সাংবাদিকতা করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘জনগণের ক্ষমতায়ন দিবস’ শিরোনামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যের এক পর্যায়ে তিনি একথা বলেন। 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকগণ ছাত্রদলের সম্মেলন প্রসঙ্গে জানতে চাইলে কাদের বলেন, এখন এ বিষয়টি বলতে গেলে, এই যে এতবড় অনুষ্ঠানটির আয়োজন করা হলো তা ঢাকা পড়ে যাবে। এই প্রশ্নটা না করলেও তো হতো। 

এরপর তিনি বলেন, ‘আমি আপনাদেরই (সাংবাদিকদের) উত্তরসূরী। হয়তো মন্ত্রিত্ব চলে গেলে আবারও সাংবাদিকতা করব। রাজনীতিতে কাদা ছোড়াছুড়ি আছে। আমি বিএনপিকে কী গালিগালাজ করলাম -সেটা যদি হেডলাইন হয়, তাহলে এই অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা হারিয়ে যায়। এটা সাংবাদিকতা নয়। প্রাসঙ্গিকতা যেন হারিয়ে না যায়, সেই কাজটাই আপনারা করবেন।’

এদিন ঐতিহাসিক সোহরওয়ার্দী উদ্যানে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি