ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চাকরি প্রত্যাশি তরুণীকে গণধর্ষণ, রিহ্যাবের দু’পরিচালক গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৯, ৩০ সেপ্টেম্বর ২০১৯

চাকরি প্রত্যাশি এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) দুই পরিচালকের বিরুদ্ধে। তারা ওই তরুণীকে চাকরি দেবন বলে ডেকে এনেছিলেন বাসায়। এরপর পালাক্রমে তাকে ধর্ষণ করেন অভিযুক্তরা। 

এ বিষয়ে ভুক্তভোগী রাজধানীর ধানমন্ডি থানায় একটি মামলা দায়েরের পর রোববার রাতে রিহ্যাবের দুই পরিচালককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন- শাকিল কামাল চৌধুরী ও ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার।

অভিযোগসূত্র জানা যায়, ভুক্তভোগী বেশ কিছুদিন থেকেই চাকরির জন্য রিহ্যাবের একজন পরিচালকের সঙ্গে যোগাযোগ করেন। পরিচালক তাকে চাকরির বিষয়ে আশ্বস্ত করেন। এ বিষয়ে কথা বলার জন্য রোববার ধানমন্ডির ১৩ নম্বর সড়কের একটি বাসায় তরুণীকে আসতে বলেন। ওই বাসায় যাওয়ার পর একটি কক্ষে আটকে রেখে তাকে দুই পরিচালক পালাক্রমে ধর্ষণ করেন। 

তবুও চাকরির প্রলোভন দেখিয়ে বিষয়টি গোপন রাখতে বলেন ওই দুই পরিচালক।
 
ধানমন্ডি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মরফিদুল জানান, চাকরির প্রলোভন দেখিয়ে রোববার ধানমণ্ডি ১৩ নম্বর রোডের একটি বাড়িতে ভুক্তভোগী ওই তরুণীকে ডেকে নেয়া হয়। পরে সেখানে যাওয়ার পর গণধর্ষণের শিকার হন বলে অভিযোগ করেন তিনি। 

তরুণীর অভিযোগের প্রেক্ষিতে রাতেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার তাদেরকে আদালতে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

এদিকে, ভুক্তভোগী ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেকে) চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এমএস/এনএস


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি