ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাউফলে অটোরিক্সার ধাক্কায় পথচারীর মৃত্যু

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫৭, ২৫ অক্টোবর ২০১৯

পটুয়াখালীর বাউফলের দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অটোরিক্সার ধাক্কায় মো. ইসাহাক দালাল (৬৫) নামে এক পথচারির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলছিলেন ইসাহাক দালাল। এ সময় একটি অটোরিক্সার ধাক্কায় গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নেওয়ার পথে মারা যান তিনি।

বাউফল থানার ওসি খন্দকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন,‘বিষয়টি আমার জানা ছিল না। লাশ হাসপাতালে আছে জেনে পুলিশ পাঠানো হয়েছে।’
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি