ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

আ’লীগের সামনের পথ খুব চ্যালেঞ্জিং : ওবায়দুল কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ২২ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৬:০১, ২২ ডিসেম্বর ২০১৯

ওবায়দুল কাদের- ফইল ছবি

ওবায়দুল কাদের- ফইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগের সামনের পথ খুব চ্যালেঞ্জিং। সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্বাচনের অঙ্গীকার রক্ষা করা। সারাদেশে নতুন কমিটি কাজ শুরু করেছে। এতে যাতে বিতর্কিতরা প্রবেশ করতে না পারে তা প্রতিরোধ করাই একটি বড় চ্যালেঞ্জ।’ আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

ওবায়দুল কাদের আরও বলেন, ‘মন্ত্রণালয়ের কাজের মধ্যে সড়কের শৃঙ্খলা ফেরানো একটি বড় চ্যালেঞ্জ। এটি আমি করবোই। মন্ত্রণালয়ের পদ্মা সেতুসহ অগ্রাধিকার ভিত্তিতে যে সমস্ত  প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলোর কাজ এগিয়ে নিয়ে যাওয়া ও সময়মতো শেষ করাও একটি বড় চ্যালেঞ্জ।’

দ্বিতীয়বার তাকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করায় দলের প্রধান শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কাদের বলেন, ‘উনি আমাকে যে মর্যাদা দিয়েছেন আমি তা রক্ষার চেষ্টা করবো।’

চলতি সপ্তাহের মঙ্গলবার আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, ‘মঙ্গলবার দলের প্রেসিডিয়ামের মিটিং আছে। সেদিন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে আশা করছি। এটি না হওয়া পর্যন্ত নতুন কমিটি নিয়ে মূল্যায়ন করা সম্ভব নয়।’ 


এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি