ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ভিপি নুরকে দেখতে গেলেন আ.লীগ নেতারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩২, ২২ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ২২:৩৬, ২২ ডিসেম্বর ২০১৯

আহত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গিয়েছেন আওয়ামী লীগের নতুন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

আজ রোববার সন্ধ্যার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ভিপি নুরকে দেখতে যান তারা। তাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

এ সময় নানক বলেন, ‘ভিপি নুরের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসাপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছি।’    

তিনি বলেন, ‘যারা এ হামলা করেছে ২৪ ঘণ্টার মধ্যে তাদের চিহ্নিত করা হবে। তারা যেই মঞ্চেরই হোক, তাদের বিচারে আওতায় আনা হবে। ঢাবিকে যারা অস্থিতিশীল করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই ঢাবির পরিবেশ নষ্ট হতে দেওয়া যাবে না।

উল্লেখ্য, রোববার বেলা পৌনে ১টার দিকে ঢাবির ডাকসু ভবনের নিজ কার্যালয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের হামলার স্বীকার হন ভিপি নুরুল হক নুর ও তার সহকর্মীরা।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি