ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৪, ২৮ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ০৮:২৫, ২৯ ডিসেম্বর ২০১৯

শনিবার সন্ধ্যায় গণভবনে মনোনয়ন বোর্ডের সভা হয়; ছবি-পিআইডি

শনিবার সন্ধ্যায় গণভবনে মনোনয়ন বোর্ডের সভা হয়; ছবি-পিআইডি

Ekushey Television Ltd.

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হবে আজ। রোববার সকালে মনোনীতদের নাম ঘোষণা করা হবে।

গতকাল শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, আমরা বিচার-বিশ্লেষণ করছি। নেত্রীও খোঁজ খবর নিচ্ছেন, গোয়েন্দা সংস্থার রিপোর্ট নেয়া হয়েছে। সবকিছু বিচার-বিশ্লেষণ করতে আমাদের একটু সময় লাগছে।

ওবায়দুল কাদের জানান, রোববার বেলা ১১টায় ধানমন্ডিতে সভাপতির কার্যালয়ে উভয় সিটি মেয়র ও কাউন্সিলর যাদের মনোনয়ন দেয়া হয়েছে তাদের নাম ঘোষণা হবে।

এদিকে গতকাল সন্ধ্যায় বিএনপি তাদের দুই মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রার্থী হয়েছেন ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। আর উত্তরে নির্বাচন করবেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি