ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দক্ষিণ সিটিতে মেয়র পদে জাতীয় পার্টির মিলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৬, ৯ জানুয়ারি ২০২০

জাতীয় পার্টির দলীয় প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন- ফাইল ছবি

জাতীয় পার্টির দলীয় প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন- ফাইল ছবি

Ekushey Television Ltd.

ঢাকা দক্ষিণ সিটি করপোরের্শন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন সিদ্ধান্ত বদল করেছেন। আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে সমর্থন দিয়ে নিজেদের প্রার্থী প্রত্যাহার করে নিয়েছিলেন মিলন। সে সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা ও প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন।

আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘোষণা দেওয়া হয়। 

তফসিল অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার আজ ছিল শেষ দিন। এর আগে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হলেও বিকেল ৪ টার দিকে নির্বাচনে থাকার ঘোষণা দেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। 

তিনি বলেন, ‘দক্ষিণ সিটি নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন নির্বাচন করবে। তার পক্ষে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে নির্দেশ দিচ্ছি।’ 

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে জাতীয় পার্টি এককভাবেই নির্বাচন করবে বলে জানান রাঙ্গা। 

এমএস/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি