ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আখেরি মোনাজাতে অংশ নিলেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০১, ১২ জানুয়ারি ২০২০

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শরিক হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার তার বাসভবন গণভবন থেকে টঙ্গীর তুরাগতীরে আয়োজিত এই মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। এসময় ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনের কর্মকর্তা ও কর্মচারীরাও গণভবন থেকে  মোনাজাতে শরিক হন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

এবার দেড় হাজারের বেশি বিদেশিসহ দেশের লাখ লাখ মুসল্লিরা বিশ্ব ইজতেমায় শরিক হয়েছেন। বেলা ১১টা ১০ মিনিটে বিশ্ব ইজতেমার মোনাজাত শুরু হয়ে শেষ হয় ১১টা ৪০ মিনিটে।

মোনাজাত পরিচালনা করেন কাকরাইল জামে মসজিদের খতিব ও তাবলীগ জামাতের কেন্দ্রীয় শূরা সদস্য হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ।

আখেরি মোনাজাতে দেশের জন্য অব্যাহত শান্তি, অগ্রগতি এবং কল্যাণ কামনার পাশাপাশি মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করা হয়।

আগামী শুক্রবার একই স্থানে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি