ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

উত্তাল বিএফডিসি, পুলিশের আশ্বাসে সড়ক ছাড়ল অবরোধকারীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫০, ২০ জানুয়ারি ২০২০

থানা হেফাজতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকের (৪৫) মৃত্যুর ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আজমের ফাঁসির দাবি করেছেন তার সহকর্মীরা।

সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিএফডিসির সড়ক অবরোধ করে রাখেন সহকর্মীরা। এ সময় তাদের তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আজমের ফাঁসি চাই বলে স্লোগান দিতে দেখা যায়। পরবর্তীকালে পুলিশের আশ্বাসে তারা সড়ক ছেড়ে দেয়।

এর আগে রোববার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল হাজতখানায় মারা যান আবু বক্কর। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি আত্মহত্যা।

আবু বক্করের মৃত্যুর দাবিতে সোমবার সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিএফডিসির সব শ্রেণির কর্মচারীরা। ফ্লোর সেটিং ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, থানায় মানুষ নিরাপদে থাকে। সেখানে কীভাবে আবু বক্কর মারা গেল? সুস্থ মানুষকে মোটরসাইকেল থেকে গ্রেফতার করলো। থানা থেকে তাকে লাশ হয়ে বের হতে হলো। থানা হেফাজতে এই মৃত্যু মেনে নেওয়া যায় না।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি