ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ভোট দিলেন আতিকুল ইসলাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪০, ১ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ০৮:৪৭, ১ ফেব্রুয়ারি ২০২০

ফাইল ফটো

ফাইল ফটো

Ekushey Television Ltd.

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে নিজেকে নিজেই ভোট দিলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

আজ শনিবার সকাল ৮টা ১০ মিনিটের পর তিনি রাজধানীর আজমপুরের নওয়াব হাবিবুল্লাহ কলেজ কেন্দ্রে ভোট দেন।

ভোট দেয়ার পর আতিকুল ইসলাম বিজয় চিহ্ন দেখান। এসময় তার পাশে ছিলেন কর্মী-সমর্থকরা।

ভোটপ্রদান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেছেন উত্তর সিটিতে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।

এ সময় তিনি বলেন, ‘আমার ইচ্ছা ছিল এই কেন্দ্রের প্রথম ভোটটি আমি দিব এবং পেরেছি প্রথম ভোটটি দিতে। আশা করি জনগণ আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিবেন ইনশাআল্লাহ। জনগণ নৌকায় ভোট দিলে সবাইকে সঙ্গে নিয়ে সাধ্যমত সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তুলব।’

প্রসঙ্গত, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আতিকুলের প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আওয়াল ভোট দিয়েছেন গুলশান কেন্দ্রে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি