ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ভোট দিলেন শেখ ফজলে নূর তাপস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩, ১ ফেব্রুয়ারি ২০২০

ভোট দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি আজ সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির ৭/এ তে ড. মালিকা বিশ্ববিদ্যালয় কলেজে কেন্দ্রে ভোট দেন।

এর আগে তাপসকে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী। ধানমণ্ডি সুধাসদনের ঠিকানায় ভোটার হওয়ায় তিনি এ কেন্দ্রে ভোট দেন।

ভোট দেয়ার পর প্রধানমন্ত্রী বলেন, ‘ঢাকা সিটিতে আমাদের দুইজন প্রাথী। আমি অবশ্য ভোটার হচ্ছি ফজলে নূর তাপসের। তাপসকে আমি ভোট দিলাম। আর উত্তরে আতিক আমাদের প্রার্থী। আমি আশা করি সেও জয়যুক্ত হবে।

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি