ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ভোট দিয়ে ভালো লেগেছে, কারণ হাতে কালি লাগেনি : আতিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫০, ১ ফেব্রুয়ারি ২০২০

ইভিএম ব্যবহারের সুবিধা প্রসঙ্গে নিজের মন্তব্য দিতে গিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, ‘আমি এই কেন্দ্রে প্রথম ভোট দিলাম। ভোট দিতে খুব ভালো লেগেছে। কারণ হাতে কোনো কালি লাগে নাই।’

আজ শনিবার সকাল ৮টায় উত্তরার নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘নির্বাচনে ফলাফল যাই হোক মেনে নেব। সকাল সকাল এসে ভোট দিতে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি।’

এ সময় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিয়ে নিজের সন্তুষ্টির কথা জানান তিনি।

আতিকুল ইসলাম বলেন, ‘যদি আমার বিপক্ষের প্রার্থী জয়ী হন তাহলে আমি তার সঙ্গে সিটি পরিচালনায় ৯ মাসের অভিজ্ঞতা শেয়ার করবো। আমি যদি জয়ী হই তবে সবার সঙ্গে আলাপ-আলোচনা করে কাজ করবো। আমি বিজয়ী হলে সুন্দর, স্বাস্থ্যকর ও আধুনিক সিটি করপোরেশন উপহার দেব।

আওয়ামী লীগের এই মেয়রপ্রার্থী বলেন, ‘১০ জানুয়ারি থেকে ভোটের প্রচারণা শুরু করেছি। আজ ফেব্রুয়ারির ১ তারিখে ভোট। এই মাসটি খুব গুরুত্বপূর্ণ। প্রথমেই ভাষা শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি।’

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি