ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

সাংগঠনিক শক্তি নেই বিএনপির, তাই এজেন্ট দিতে পারেনি : তাপস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৪, ১ ফেব্রুয়ারি ২০২০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘বিএনপির সাংগঠনিক কাঠামো নেই, শক্তি নেই, তাই এজেন্ট দিতে পারেনি। তাদের অভিযোগ সম্পূর্ণ অমূলক। না পেরে আমাদের দিকে নানা অভিযোগ করছে তারা।’

আজ শনিবার সকালে ধানমন্ডির কামরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তাপস বলেন, ‘নির্বাচন মানেই প্রতিযোগিতা, জয় পরাজয় হতেই পারে। ফলাফল যাই হোক, মেনে নেব।’

তবে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, ‘জয়ের ব্যাপারে আমি খুবই আশাবাদী, সবাই নৌকায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে। কারণ, আমরা যে পাঁচ রূপরেখা তুলে ধরেছি, ঢাকাবাসী তা সাদরে গ্রহণ করেছে।’

নির্বাচনী পরিবেশ নিয়ে তাপস বলেন, ‘নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে। কারও এজেন্টকে বাধা দেওয়া হয়নি।’
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি