ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মোটরসাইকেলে ছাত্রলীগের লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৮, ১৪ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ২১:১০, ১৪ ফেব্রুয়ারি ২০২০

ছাত্রলীগের নেতাকর্মীদের ব্যক্তিগত গাড়িতে ছাত্রলীগের লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শুক্রবার দুপুরে সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগের লোগো সম্বলিত স্টিকার কোন যানবাহনে ব্যবহার না করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ছাত্রলীগের লোগো বা নামে কেউ কোন কিছু করলে এটা শাস্তিযোগ্য অপরাধ। এ ধরণের বাইক পাওয়া গেলে সেখান থেকে লোগো ছিঁড়ে ফেলা হবে। এছাড়া এ বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। সে ক্ষেত্রে ট্রাফিক পুলিশের সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, আমরা বিগত দিনে দেখেছি ছাত্রলীগ নেতা বা কর্মী নয় এমন ব্যক্তিরা মোটরসাইকেলে সংগঠনের লোগো ব্যবহার করছে। তারা ছাত্রলীগের লোগো ব্যবহার করে সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ড চালাচ্ছে। সেই জায়গা থেকে সংগঠনের লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি