আ’লীগের সংসদীয় বোর্ডের যৌথসভা আজ
প্রকাশিত : ১০:৩৮, ১৫ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১০:৫৮, ১৫ ফেব্রুয়ারি ২০২০
আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা আহ শনিবার (১৫ ফেব্রুয়ারি) ডাকা হয়েছে। সন্ধ্যা ৭টার দিকে গণভবনে এ যৌথসভা অনুষ্ঠিত হবে।
দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দিন যৌথসভার সভাপতিত্ব করবেন।
সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সূত্র জানায়, যৌথসভায় জাতীয় সংসদের পাঁচটি আসনের উপনির্বাচন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হতে পারে।
উল্লেখ্য, জাতীয় সংসদের পাঁচটি আসন হলো- গাইবান্ধা-৩, ঢাকা-১০, বাগেরহাট-৪, বগুড়া-১ ও যশোর-৬। ইতোমধ্যেই গত ১০ ফেব্রুয়ারি থেকে এসব আসনের মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত।
এসএ/
আরও পড়ুন