ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

রেজাউলকে ‘অভিনন্দন’ জানালেন মেয়র নাছির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৭, ১৬ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১১:৫২, ১৬ ফেব্রুয়ারি ২০২০

এম রেজাউল করিম চৌধুরী ও আ জ ম নাছির উদ্দিন- সংগৃহীত

এম রেজাউল করিম চৌধুরী ও আ জ ম নাছির উদ্দিন- সংগৃহীত

অনুষ্ঠেয় চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিনকে মনোনয়ন দেয়নি নিজ দল আওয়ামী লীগ। সেখানে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরীকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়েছে। বিষয়টিকে ‘নেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য’ বলে রেজাউলকে অভিনন্দন জানিয়েছেন নাছির উদ্দিন। মনোনয়ন বঞ্চিত হওয়ার পর তাৎক্ষণিক এ প্রতিক্রিয়া জানান তিনি।

গতকাল শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে রেজাউল করিমের মনোনয়ন চূড়ান্ত করা হয়। আ জ ম নাছিরসহ মেয়র পদে মনোনয়ন চেয়েছিলেন দলটির ১৯ নেতা। 

উল্লেখ্য, ২০১৫ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল’র (বিএনপি) সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলমকে হারিয়ে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

মেয়র নাছির সাংবাদিকদের বলেন, ‘সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী করতে হবে। বিভক্তির কোনো সুযোগই নেই।’

উল্লেখ্য, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল আজ রোবাবর ঘোষণার কথা রয়েছে। মার্চের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে এই নির্বাচন।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি