ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঢাবি ছাত্রলীগের হল সম্মেলন ২৮ মার্চ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৫, ১৯ ফেব্রুয়ারি ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের হল সম্মেলন অনুষ্ঠিত হবে মার্চের শেষ সপ্তাহে। ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্তর্গত হল সংসদগুলোর সম্মেলনের তারিখ নির্ধারণ করে দেয়া হয়েছে। আগামী ২৮ মার্চ বিশ্ববিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ছাত্রলীগ সভাপতি বলেন, সংগঠনকে আরো চাঙ্গা করতে সম্মেলনের বিকল্প নেই। ভবিষ্যতে ছাত্র আন্দোলনে ভূমিকা রাখতে ও সংগঠনকে শক্তিশালী করতে তাই সম্মেলন আহ্বান করা হয়েছে।

তিনি বলেন, ছাত্রলীগ নিয়মিত শিক্ষার্থীদের সংগঠন। ফলে নিয়মিত শিক্ষার্থীরা দলের নেতৃত্ব দিয়ে থাকে। নিয়মিত শিক্ষার্থীদেরকে নেতৃত্বে নিয়ে আসতেই সংগঠনে সম্মেলন অনুষ্ঠিত করা হয়। আগামী সম্মেলনের মধ্য দিয়ে হল শাখাগুলো নতুন নেতৃত্ব পাবে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি