ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নারী ও শিশু ধর্ষণকারীরা পশুর চেয়ে খারাপ: নাসিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২০

আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, নারী ও শিশু ধর্ষণকারীরা পশুর চেয়ে খারাপ। এদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

তিনি বলেন, আমরা আগামী ১ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন থেকে নারী ও শিশু ধর্ষণকারীদের প্রতিরোধ এবং তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শপথ নেবো।

আজ শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আগামী ১ মার্চ বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে জনসভা করবে দলটি।

তিনি বলেন, নারী ও শিশু নির্যাতনকারীরা সরকারের উন্নয়ন ম্লান করে দিতে দানবীয় আচরন করছে। এটি সহ্য করা হবে না।

তিনি আরও বলেন, দুর্বৃত্ত, সন্ত্রাসী এবং দুর্নীতিবাজদের কারণে সরকারের বদনাম হচ্ছে। এদের প্রতিহত করতে হবে। তিনি বলেন, আমরা জঙ্গিবাদ দমন করতে সক্ষম হয়েছি। দুর্বৃত্তদের দমন করতে পারবো।

ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য রাখেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি