ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

চতুর্থ শিল্প বিপ্লব সফল করতে এগিয়ে আসুন : শিল্পমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪০, ২৯ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১২:১৪, ২৯ ফেব্রুয়ারি ২০২০

সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে রোটারিয়ানদের কল্যাণধর্মী কর্মসূচী বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। 

তিনি গতকাল শুক্রবার সকালে ঢাকার বিআইসিসি মিলনায়তনে রোটারি ইন্টারন্যাশনাল জেলা-৩২৮১ এর দু’দিন ব্যাপী জাতীয় সম্মেলনে উদ্বোধনকালে এ আহ্বান জানান। 

উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন, ভারতের রোটারির সাবেক গভর্নর অশোক মহাজন, রোটারির জেলা গভর্নর খায়রুল আলম, গভর্নর মো. রুবাইয়াত হোসেন, গভর্নর নমিনি মুতাসিম বিল্লাহ ফারুকী, সম্মেলন সভাপতি স্বপন কে রায়, জেলা সেক্রেটারি রফিকুল হাসান। 

অন্যান্য অধিবেশনে বক্তব্য রাখেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ইউনিলিভার বাংলাদেশের সিইও কাদের লেলে, টিএমএসএস’র চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে আরা বেগম প্রমুখ।

শিল্পমন্ত্রী বলেন, ‘আমরা চতুর্থ শিল্প বিপ্লবের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। রোটারিয়নদের এ লক্ষ্য বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।’

তিনি বলেন, ‘বিশ্বের নেতৃস্থানীয় সমাজসেবী প্রতিষ্ঠান হিসেবে আর্ত মানবতার সেবায় রোটারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্নক্ষেত্রে রোটারির ভূমিকা নিংসন্দেহে প্রশংসনীয়।’

সম্মেলনের বিভিন্ন অধিবেশনে দেশি-বিদেশী রোটারি নেতৃবৃন্দ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। তারা দেশের বিভিন্ন অঞ্চলে বাস্তবায়িত রোটারি প্রজেক্টসমূহ সম্মেলনে উপস্থাপন করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পেশ করেন। এতে সারাদেশ থেকে রোটারি নেতৃবৃন্দ যোগ দেন।

এআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি