‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষিকীর অনুষ্ঠানে নাশকতার আশঙ্কা নেই’
প্রকাশিত : ১৫:২৬, ৪ মার্চ ২০২০ | আপডেট: ১৫:৪১, ৪ মার্চ ২০২০
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে কোনো নাশকতার আশঙ্কা নেই। এই মহতী অনুষ্ঠানকে সামনে রেখে দেশের মানুষ উদগ্রীব। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য উপস্থাপনসহ বিভ্রান্তিকর প্রচারণার ক্ষেত্রে কঠোর নজরদারি করা হবে।’
তিনি আজ বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর নিরাপত্তা নিয়ে অনুষ্ঠিত উপ-কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘রাজধানীসহ সারা দেশে প্রয়োজন অনুযায়ী আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে।’
তিনি বলেন, ‘আগামী ১৭ মার্চ রাজধানীর তেজগাঁওস্থ পুরাতন বিমানবন্দর সংলগ্ন প্যারেড স্কয়ারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বাংলাদেশে নিয়োগপ্রাপ্ত বিদেশি কূটনৈতিক ও দেশি-বিদেশিসহ আমন্ত্রিত অতিথি লক্ষাধিক হবে। তাদের আগমন ও আসন বিন্যাসসহ অন্যান্য সব বিষয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্যও একইভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের আহবায়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরীসহ ২৪ সদস্যের সকলেই উপস্থিত ছিলেন।
এসএ/
আরও পড়ুন