ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

‘করোনা মুজিববর্ষে বিদেশি অতিথিদের আগমনে প্রভাব ফেলবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৪, ৭ মার্চ ২০২০

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ‘চীন থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। আর এ কারণে মুজিববর্ষ উদযাপনে বিদেশি অতিথিদের আগমনে প্রভাব ফেলতে পারে। তবে এ ব্যাপারে সরকার যথেষ্ট সজাগ ও সতর্ক রয়েছে।’

আজ শনিবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

করোনার প্রভাবে মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি অতিথিদের কারও সফরসূচি এখন পর্যন্ত বাতিল হয়নি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্ত করা হয়। নিউমোনিয়ার মত লক্ষণ নিয়ে নতুন এ রোগ ছড়াতে দেখে চীনা কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করে।

১১ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। উহান প্রদেশে ভয়াবহ রূপ দেখানো করোনা পরে ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। ইতোমধ্যে বিশ্বের ৮৭টি দেশ ও অঞ্চলে করোনা ছড়িয়ে পড়েছে। 
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি