ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

এ হত্যাকাণ্ড গানম্যানের ব্যক্তিগত দায়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৩, ১৭ এপ্রিল ২০২০ | আপডেট: ১৭:৪১, ১৭ এপ্রিল ২০২০

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক- ফাইল ছবি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক- ফাইল ছবি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘গাজিপুরের এ হত্যাকাণ্ড গানম্যানের ব্যক্তিগত দায়। তাকে শাস্তির মুখোমুখি হতেই হবে।’ গাজীপুরে একজনকে গুলি করে হত্যা করে মন্ত্রীর গানম্যান কিশোর কুমার। পুলিশ ধারণা করছে, এর পেছনে পরকীয়ার সম্পর্ক থাকতে পারে। শুক্রবার এক বিবৃতিতে আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘গানম্যান কিশোর কুমার কর্তৃক সংঘটিত হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এর দায় তার।’

জানা যায়, বৃহস্পতিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া গ্রামে মন্ত্রীর গানম্যান পুলিশের সহকারী উপ- পরিদর্শক এএসআই কিশোর কুমারের গুলিতে মো. শহিদ (৩০) নামে একজন নিহত হন। মহিম উদ্দিন (৩২) নামে আরও একজন আহত হন। তারা দুজনেই কিশোর কুমারের বন্ধু।

কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার বলেন, ‘এএসআই কিশোরের সন্দেহ ছিল তার স্ত্রীর সঙ্গে মহিমের প্রেমের সম্পর্ক রয়েছে।’

কিশোর গত তিন দিন ধরে ডিউটিতে ছিলেন না জানিয়ে মন্ত্রী বলেন, ‘সরকারি অস্ত্র জমা না দিয়ে অপরাধ করা কোনোভাবেই মেনে নেওয়া
যায় না। কেউ আইনের ঊর্ধ্বে নয়, কৃত অপরাধের শাস্তি তাকে অবশ্যই পেতে হবে।’ এসআই কিশোরকে স্থানীয়দের সহায়তায় গ্রেফতার করায় মুক্তিযোদ্ধা মন্ত্রী পুলিশ ও স্থানীয়দের ধন্যবাদ জানান।

এসি/এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি