ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

শপিং না করে অসহায় মানুষের পাশে দাঁড়ান : ওবায়দুল কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৬, ৯ মে ২০২০ | আপডেট: ১৫:২৯, ৯ মে ২০২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবারের ঈদে দলীয় নেতাকর্মীদের শপিং না করে গরীব-অসহায় ও কর্মহীনদের মাঝে অর্থ বিতরণ করার আহ্বান জানিয়েছেন। 

তিনি আজ শনিবার সরকারি বাসভবনে এক ভিডিও সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘এবার ঈদ এসেছে ভিন্ন প্রেক্ষাপটে, ভিন্ন বাস্তবতায়। দেশ পার করছে সংকটকাল। এই পরিস্থিতিতে আমি আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঈদের শপিং না করে এর অর্থ অসহায়, কর্মহীন জনগণের মাঝে বন্টনের আহ্বান জানাচ্ছি। এভাবেই আমরা এবারের ঈদ উদযাপন করতে চাই। চাই ত্যাগের মহিমায় নিজেদের অসহায় মানুষের সঙ্গে একাত্ব করতে। এর পাশাপাশি ঈদের কেনাকাটায় সংযম ও পরিমিতিবোধ রাখার জন্য বিত্তবান ও ধনাঢ্য ব্যক্তিবর্গের প্রতি আহ্বান জানাচ্ছি।’

এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘জীবন ও জীবিকার চাকা সচল রাখতে সরকার কিছু কিছু ক্ষেত্রে সাধারণ ছুটি শিথিল করেছেন। একশ্রেণির মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অনলাইনে গুজব ছড়াচ্ছে। কোনো ঘটনা না ঘটলেও তা রটানো হচ্ছে। এসব গুজব ও অপপ্রচার উদ্দেশ্যমূলক। গুজব ও অপপ্রচার ভাইরাসের চেয়েও ভয়ংকর।’

করোনা যোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা দেশ জাতির আশার আলো, সম্মুখ সারির যোদ্ধা, সাহসিকতার সঙ্গে কাজ করুন, আপনাদের পরিবারের সুরক্ষায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পাশে আছে।’

এ সময় সরকারের বিরুদ্ধে বিষোদগার না করে সংকটকালে মির্জা ফখরুল ও তার দল বিএনপিকে জনগণের পাশে দাঁড়িয়ে করোনা প্রতিরোধে মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি