ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছেন জনপ্রতিনিধিরা : তোফায়েল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৭, ১৭ মে ২০২০ | আপডেট: ১৬:২১, ১৭ মে ২০২০

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘করোনা মোকাবেলায় মূলত: জনপ্রতিনিধিরা কাজ করে যাচ্ছেন। তার মধ্যে দুই-এক স্থানে কেউ যদি অসাধু পন্থা গ্রহণ করতে চায়, তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হচ্ছে।’

তিনি আজ দুপুরে সদর উপজেলা পরিষদ চত্তরে প্রায় ২ হাজার ঈমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ঢাকার বাসভবন থেকে টেলি কনফারেন্সে এসব কথা বলেন।

তোফায়েল বলেন, ‘চলমান করোনা দূর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পরিমাণ সহায়তা দিয়েছেন, যা অতিতে কোন দিন হয়নি এবং ভবিষ্যতেও হবেনা। তিনি যেসব প্রণোদনা দিয়েছেন তা যদি সঠিকভাবে বাস্তবায়িত হয় তাহলে কোন সমস্যা হওয়ার কথা নয়।’

তিনি বলেন, ‘আমরা যেসব ত্রাণ দিচ্ছি তা কোন দলীয় ত্রাণ নয়। যারা গরিব, দুস্থ, দিন আনে দিন খায়সহ অনেক শ্রমিক আছেন যারা গাড়ী চালায়, বর্তমানে তা বন্ধ, এমন অসহায়দের ঘরে ঘরে আমাদের ত্রাণ পৌঁছে দিতে হবে।’

আওয়ামী লীগের প্রবীন এই নেতা বলেন, ‘ঈমামরা সমাজের সম্মানিত লোক। তাদের আমরা সম্মান করি। মসজিদের ব্যাপারে সংস্কারসহ যে কোন উন্নয়ন কাজে আমরা পাশে দাঁড়াই।’

এসময় তিনি সবাইকে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ হাজ্বী ও জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব উপস্থিত ছিলেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি