জিকা ভাইরাসের ঝুঁকিতে রয়েছে ভারতের পশ্চিমাঞ্চল
প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৬ সোমবার | আপডেট: ০৬:৫৯ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৬ সোমবার
দক্ষিণ আমেরিকা থেকে ছড়িয়ে পড়া জিকা ভাইরাসের ঝুঁকিতে রয়েছে ভারতের পশ্চিমাঞ্চল। বিশেষ করে বেঙ্গালুরু ও উপকূলীয় শহরগুলোর বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছেন চিকিৎসকরা।
এসব অঞ্চলের অনেক মানুষ সাম্প্রতিক সময়ে দক্ষিণ আমেরিকা ভ্রমণ করেছেন। এ’জন্য আবর্জনা পরিষ্কারসহ মশা নিধনে কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বেঙ্গালুরুর চিকিৎসক সতিশ অমর নাথ বলেন, জিকা ভাইরাস আক্রান্ত দেশগুলো থেকে ভ্রমণ করে আসা ব্যক্তিদের বিমানবন্দরেই স্বাস্থ্য পরীক্ষা করা উচিত। তবে, এ’ ব্যাপারে এখনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেনা কর্তৃপক্ষ।