ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

আম্ফান: নোয়াখালীতে প্রস্তুত ৩২৩টি আশ্রয়কেন্দ্র

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার

ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবিলায় নোয়াখালীতে নেয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। জেলার উপকূলীয় উপজেলা হাতিয়া, সুবর্ণচর, কোম্পানীগঞ্জ ও কবিরহাটে ৩২৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। 

যেখানে দায়িত্বে রাখা হয়েছে ছয় হাজার সাতশত জন স্বেচ্ছাসেবক, রেড ক্রিসেন্ট সোসাইটির তিন শতাধিক কর্মী। রাখা হয়েছে শুকনা খাবারও।

ঘূর্ণিঝড় মোকাবিলায় আয়োজিত এক সভায় জেলা প্রশাসক তন্ময় দাস জানান, ‘জরুরি অবস্থা মোকাবিলার জন্য উপকূলীয় এলাকার স্কুলের চাবিগুলো প্রশাসনের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডকে উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধগুলো দেখভালো করার জন্য নির্দেশনা দিয়েছি। পাশাপাশি উপকূলীয় এলাকার করোনা আক্রান্ত রোগী এবং লকডাউনকৃত বাড়ির লোকজনকে নিকটবর্তী আইসোলেশন কেন্দ্রে নেওয়া হবে এবং আশ্রয়ন কেন্দ্রে তাদের জন্য বিশেষ কক্ষের ব্যবস্থা রাখা হয়েছে।’ 

এছাড়া গবাদি পশুর জন্য কিল্লা প্রস্তুত রাখা হয়েছে।  

এআই//