বরগুনায় প্রস্তুত ৬১০টি আশ্রয়কেন্দ্র
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৩২ পিএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার
ঘূর্ণিঝড় ‘আম্পান’ বরগুনায় মোকাবিলার ৬১০টি আশ্রয়কেন্দ্র ও ৪২টি ইউনিয়নে মেডিকেল টিম প্রস্তুত আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এসময় বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুও বক্তব্য রাখেন।
এছাড়া জেলা পুলিশ সুপার, নৌবাহিনীর কমান্ডার, সিপিপি’র উপ-পরিচালক, পানি উন্নয়ন বোর্ড, গণমাধ্যমকর্মীরা, বিদ্যুৎ অফিসের কর্মকর্তা এবং বিভিন্ন উন্নয়ন সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জানান, ‘আসছে ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬১০টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। জেলার ৬টি উপজেলায় নগদ অর্থ ও খাদ্য সহযোগিতা বরাদ্দ দেয়া হয়েছে। পাশাপাশি ৪২টি ইউনিয়নে মেডিকেল টিম প্রস্তত আছে। জেলা প্রশাসকের কার্যালয়সহ জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে।’
এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় জনসাধরণকে সচেতেন করতে মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালিয়ে যাচ্ছেন স্বেচ্ছাসেবকরা।
এআই//