ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

আফগানিস্তানের মসজিদে ইফতাররত মুসল্লিদের ওপর হামলা, নিহত ৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৯ এএম, ২০ মে ২০২০ বুধবার

আফগানিস্তানের পারওয়ান প্রদেশের চারিকর শহরের পারওয়ান নামের একটি মসজিদে এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের সময় এ হামলা চালানো হয়। তবে হামলার দায় স্বীকার করেনি কোন পক্ষই। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।

দায় স্বীকার না করলে তালেবান এ ঘটনার জন্য সেনাবাহিনীকে দায়ী করেছে। সেনাবাহিনী আঙুল তুলেছে তালেবানের দিকে।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, নিরাপত্তা বাহিনী মসজিদে ঢুকে নিরীহ মানুষের ওপর  গুলি চালিয়েছে। এর সঙ্গে তালেবানের কোনো সম্পর্ক নেই।

যে এলাকায় হামলা হয়েছে, সেটি তালেবান অধ্যুষিত। কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় নেয়নি।

এর আগে ২০১৯ সালের অক্টোবরে দেশটির পশ্চিমাঞ্চলে এক মসজিদে জুমার নামাজের সময় বিস্ফোরণে কমপক্ষে ৬২ জন নিহত হয়েছিলেন। হাসকা মেনা জেলায় জওদারা এলাকার ওই মসজিদের ভেতর আগে থেকেই বোমা মজুদ করে রাখা হয়েছিল। বিস্ফোরণের তীব্রতায় মসজিদটির ছাদ সম্পূর্ণ উড়ে যায়। এক বছর আগের ওই হামলার দায়ও কেউ স্বীকার করেনি। 

এমবি//