বরিশালে বৃষ্টি ও দমকা হাওয়া, আশ্রয়কেন্দ্রে ১ লাখের বেশি মানুষ
বরিশাল প্রতিনিধি
প্রকাশিত : ০৪:১৫ পিএম, ২০ মে ২০২০ বুধবার
ঘূর্ণিঝড়ের প্রভাবে বরিশালে বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে। যেকোন সময় অবস্থা প্রকট আকার ধারণ করতে পারে। ফলে ১০টি উপজেলার ১ হাজার ৭০টি আশ্রায়কেন্দ্রে এখন পর্যন্ত ১ লাখ ৭ হাজার ২৮৫ জনকে সরিয়ে নেয়া হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।
পাশাপাশি ২ হাজার ৪৯৯টি গবাদী পশুকেও আশ্রয়কেন্দ্রে উঠানো হয়েছে। ব্যবস্থা রাখা হয়েছে ইফতারি ও সেহরির। গতকাল মধ্যরাত থেকে দমকা হাওয়াসহ প্রবল বৃষ্টি শুরু হয়, যা এখনও থেমে থেমে অব্যাহত রয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে, মীরগঞ্জ ও লাহারহাট ভেদুরিয়া ফেরী চলাচল।
পায়রা সমুদ্র বন্দর থেকে ঘূর্ণিঝড়টি বর্তমানে ৪১০ এবং মোংলা সমুদ্র বন্দর থেকে ৩৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের ৮৫ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় ২০০ কিলোমিটার। যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে ২২৫ কিলোমিটার বেগে বৃদ্ধি পাচ্ছে।
এই দুটি সমুদ্র বন্দরকে আজ সকাল থেকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বলে জানিয়েছেন জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর উপ-পরিচালক আবদুর রশীদ। আজ সন্ধ্যা নাগাদ এটি বাংলাদেশে আঘাত হানতে পারে বলেও জানান তিনি।
এআই//