ঢাকা, বুধবার   ২৫ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৯ ১৪৩১

শতভাগ বেতনের দাবিতে গাজীপুরে বিক্ষোভ ও ভাংচূর 

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ০১:৪০ পিএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০১:৪২ পিএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার

শতভাগ বেতন, বকেয়া  ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরে পৃথকস্থানে আজও বিক্ষোভ ও ভাংচূর করেছে পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল থেকে কুনিয়া ও শ্রীপুরে এসব ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, তিনমাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ফ্লোরেট ফ্যাশন ওয়্যার কারখানার অন্তত ৬ শতাধিক পোশাক শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় কয়েকটি গাড়ি ভাংচূর করা হয়। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট সৃষ্টি হলে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। পরে রাস্তা স্বাভাবিক হয়। 

এদিকে, একই দাবিতে সকালে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায়ও বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা।

এআই//