রাজশাহীতে ঝড়ের মধ্যে আম বাগানে নারীর লাশ
রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৩২ পিএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার
রাজশাহীর মোহনপুরে ‘আম্পান’র ঝড়ের মধ্যে আম বাগানে মনোয়ারা বেগম (৪২) নামে এক নারীর লাশ পাওয়া গেছে। তিনি উপজেলার হরিদাগাছি গ্রামের বারুইপাড়ার ইসহাক আলীর স্ত্রী।
বুধবার (২০ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাড়ির পাশে আম বাগারের একটি গাছের নিচে থেকে তার লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা।
নিহতের স্বামী ইসহাক আলীর বরাত দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানওয়ার হোসেন জানান, ‘রাতে ছোট মেয়েকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন মনোয়ারা বেগম। ঝড় শুরু হলে কিছুক্ষণ পর পরিবারের সদস্যদের অগোচরে আম কুড়াতে যান তিনি। মেয়ে ঘুম থেকে জেগে মাকে না পেয়ে কান্না শুরু করলে অন্যরা বিষয়টি জানতে পারেন। পরে অনেক সময় পার হয়ে গেলেও মনোয়ারা বাড়িতে না আসায় তাকে খুঁজতে বের হয় তারা। এ সময় বাড়ির পাশে আম গাছের নিচে তাকে বসে থাকতে দেখা যায়। তবে তার গায়ে স্পর্শ করলে মাটিতে লুটিয়ে পড়েন। সেখান থেকে দ্রুত বাড়িতে আনার পর জানা যায় তিনি মারা গেছেন।’
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, ‘যতটুকু জেনেছি তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। কোনো গাছ বা গাছের ডালও ভেঙে পড়েনি। কিভাবে তিনি মারা গেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।’
এআই//