বরগুনায় বেরিবাঁধ ভেঙ্গে প্লাবিত অর্ধশত গ্রাম
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ০৪:২৯ পিএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার
ঘূর্ণিঝড় ‘আম্পান’র প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে বরগুনার বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। বিদ্ধস্ত হয়েছে ঘরবাড়ি, জলোচ্ছ্বাসের পানিতে ভেসে গেছে মাছের ঘের।
শুধু তাই নয়, খোঁজ নিয়ে জানা গেছে জেলার বিভিন্ন উপজেলায় বেড়িবাঁধ ভেঙ্গে ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের গোলবুনিয়া বাজার ও মাইঠা গ্রামের বিভিন্ন বসতঘর এবং রাস্তাঘাট বিদ্ধস্ত হয়েছে।
বরগুনা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের উপপরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, ‘ঘূর্ণিঝড়ের পর সদর উপজেলার কয়েকটি এলাকায় কিছু গাছপালা অপসারণ করা হয়েছে এং অল্প কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
পানি উন্নয়ন বোর্ড বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কায়সার আহমেদ বলেন, ‘জেলার প্রধান তিনটি নদীতে বিপদসীমার ৭৫ সেন্টিমিটার উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হয়েছে। এতে বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ে। এছাড়া পৌর শহর জোয়ারের পানিতে প্লাবিত হয়।’
আর জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ‘আগে থেকে সতর্ক থাকায় ও যথাযথ প্রস্তুতি গ্রহণ করায় জেলায় তেমন ক্ষতি হয়নি। তারপরও আমরা জেলার ক্ষতির তালিকা নিরূপণের প্রক্রিয়া শুরু করেছি।’
এআই//