ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

করোনাযুদ্ধে জীবন দিলেন আরো দুই পুলিশ সদস্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৬ পিএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ১২:০০ এএম, ২২ মে ২০২০ শুক্রবার

করোনাভাইরাস একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে। করোনায় আরও দুই পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। তারা হলেন নায়েক আল মামুনুর রশিদ ও কনস্টবল মোঃ মোখলেছুর রহমান।

করোনাভাইরাস প্রতিরোধে জীবন উৎসর্গ করা আল মামুনুর রশীদ ডিএমপির পরিবহণ বিভাগে কর্মরত ছিলেন। আর কনস্টবল মোঃ মোখলেছুর রহমান চট্টগ্রাম জেলা পুলিশের অধীন সদর কোর্টে কর্মরত ছিলেন।

এ নিয়ে চলমান করোনাযুদ্ধে বাংলাদেশ পুলিশের ১১ জন সদস্য শাহাদাতবরণ করলেন।

নায়েক আল মামুনুর রশিদের বাড়ি লক্ষীপুর জেলার রামগতি থানার সেবাগ্রামে। তিনি স্ত্রী ও দুই কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। অপরজন মোঃ মোখলেছুর রহমানের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার টামটা গ্রামে। তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্রসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

দেশের জন্য জীবন উৎসর্গকারী কনস্টেবল মোঃ মোখলেছুর রহমানের মরদেহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

অপরদিকে আল মামুনুর রশিদের মরদেহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী নিজ গ্রামে দাফন করা হবে। এ নিয়ে বাংলাদেশ পুলিশের ১১ জন বীর সদস্য করোনা যুদ্ধে আত্মোৎসর্গ করলেন।

এসি