মোংলায় আম্পানে ক্ষতিগ্রস্তদের কোস্টগার্ডের ত্রাণ সহায়তা
মোংলা প্রতিনিধি
প্রকাশিত : ০১:৩৪ পিএম, ২২ মে ২০২০ শুক্রবার
মোংলায় ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতারণ করেছে কোস্টগার্ড।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় সুন্দরবনের পাশে জয়মনি এলাকায় এ ত্রাণ সহায়তা দেয় সরকারি এ সংস্থা।
এ সময় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, ডাল, আটা, চিনি, সেমাই, সুজি, পেয়াজ, রসুন ও সাবান দেয়া হয়। এছাড়া উপকূলের নলিয়ান, কয়রা, বানিশান্তা, গাবুরা, কৈখালী ও সাতক্ষীরায় আম্পানের ক্ষতিগ্রস্ত আরও কয়েক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে কোস্টগার্ড।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, কোস্টগার্ডের স্টাফ অফিসার (অপারেশন) লে. ইমতিয়াজ আলম এবং কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা।
এদিকে আম্পানের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা গাবুরায় কোস্টগার্ডের উদ্ধারকারী জাহাজ বিসিজি তামজীদ, কয়রায় বিসিজিএস অপারাজেয় বাংলা এবং নলিয়ান এলাকায় এইচপিবি গড়াই ত্রাণ বিতরণ ও উদ্ধার কাজ চালাচ্ছে।
দেশে সার্বিক পরিস্থিতিতে সুন্দরবন ও তৎসংলগ্ন এলাকায় অসহায় গরীব ও দুঃস্থ মানুষের মাঝে কোস্টগার্ডের এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংস্থাটির অপারেশন কর্মকর্তা লে. ইমতিয়াজ আলম।
এআই//