ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

জয়পুরহাটে আরও ৮ জনের করোনা শনাক্ত 

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০৪:২৮ পিএম, ২২ মে ২০২০ শুক্রবার

জয়পুরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৪ জনে। 

নতুনরা আক্রান্তদের মধ্যে মধ্যে পাঁচবিবিতে ৩, আক্কেলপুরে ২,সদরে ১, ক্ষেতলালে ১ ও কালাই উপজেলার একজন। এতে করে রাজশাহী বিভাগের মধ্যে সর্বোচ্চ করোনা আক্রান্তের সংখ্যা হলো এই জেলা। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৩৩ জন। 

১২৭ জনের নমুনা পরীক্ষায় ১১৮ জনের নমুনা নেগেটিভ হলেও ৮ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়। এছাড়া, গোপীনাথপুর আইসোলেশন ইউনিটের পূর্বেই আক্রান্তদের একজনের ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. সেলিম মিঞা । 

তিনি জানান, ‘আক্রান্তরা ঢাকা, নারায়ণগঞ্জ ও আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছিল। হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবেরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ল্যাবরেটরিতে পাঠানো হয়। বৃহস্পতিবার পাঠানো রিপোর্টে তাদের করোনা শনাক্ত হয়।’ 

এআই//