আম্পান: বাগেরহাটে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৪২ পিএম, ২৩ মে ২০২০ শনিবার | আপডেট: ০৫:৪৪ পিএম, ২৩ মে ২০২০ শনিবার
বাগেরহাটের শরণখোলায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের মাঝে চাল,টিন ও নগদ অর্থ বিতরণ করেছেন বেসরকারী বিমান ও পর্যটন সচীব মুহিবুল হক।
শনিবার দুপুরে আম্পানে বিধ্বস্ত উপজেলার বগী গাবতলা এলাকা পরিদর্শন শেষে সহস্রাধিক ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এ সহায়তা বিতরণ করেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় কমিশনার ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার। বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশীদ, বাগেরহাট জেলা পুলিশ সুপার পঙ্কজ কুমার, মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান,শরনখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, মোরেলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক,মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম, শরণখোলা থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আবু সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সিফাত আল মারুফ, উপজেলা প্রকৌশলী আশিক ইয়ামিন, চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু প্রমুখ।
সচীব মহিবুল হক অতিদ্রুত নদী শাসন করে ৩৫/১ পোল্ডারের বেড়িবাধ নির্মাণ করা হবে বলে স্থানীয়দের আশ্বস্ত করেন।
উল্লেখ্য, গত ১৯ মে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে শরণখোলার ৩৫/১ পোল্ডারের বেড়িবাধের রিং বাধ ভেঙ্গে লবন পানিতে এলাকা প্লাবিত হয় এবং ঝড়ে মানুষের ঘর বাড়ি গাছ পালা,পুকুরের মাছ ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
কেআই/