রোগীদের জিম্মি করে ইন্টার্ন ডাক্তারদের ধর্মঘট কোনভাবেই গ্রহনযোগ্য নয়
প্রকাশিত : ১০:২১ এএম, ৬ মার্চ ২০১৭ সোমবার | আপডেট: ১০:২৬ এএম, ৬ মার্চ ২০১৭ সোমবার
রোগীদের জিম্মি করে ইন্টার্ন ডাক্তারদের ধর্মঘট কোনভাবেই গ্রহনযোগ্য নয় বলে মনে চিকিৎসক নেতাসহ বিশিষ্টজনেরা। একুশে টেলিভিশনকে তারা বলেন, সেবার শপথ নিয়ে নিয়ে পেশা শুরু করেন চিকিৎসকরা। সেখানে ধর্মঘটের নামে রোগিদের চিকিৎসা সেবা বন্ধ করে দিয়ে সেই মহান শপথ ভঙ্গ করা করা হয়েছে। দ্রুত এই সমস্যার সমাধানের তাগিদও তাদের ।
রোগীর স্বজনের মারপিটের ঘটনায় বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের চার ইন্টার্নকে ছয়মাস সাময়িক বরখাস্তের প্রতিবাদে, দেশের মেডিকেল কলেজগুলোতে তৃতীয় দিনের মতো ধর্মঘট করছেন ইন্টার্ন চিকিৎসকরা। ভোগান্তি বেড়েছে রোগিদের।
ধর্মঘটের নামে রোগীদের জিম্মি করা কোনভাবেই সমর্থনযোগ্য নয় বলছেন- বিশিষ্ট জনেরা।
তারা বলছেন, চিকিৎসার মত মহান পেশার সাথে জড়িতদের কাছ থেকে এমন দায়িত্বহীন কর্মসূচি আশা করা যায়না।
এমন ঘটনা যাতে আর না ঘটে তার জন্য চিকিৎসক-রোগি এবং তাদের স্বজনকে ধর্য্যশীল হবার পরামর্শ দেন তারা।