ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

সুনাগরিক অথবা দেশের কর্নধার গড়ে উঠতে মায়ের ভুমিকা

প্রকাশিত : ০৯:৪৯ এএম, ১২ মার্চ ২০১৬ শনিবার | আপডেট: ০১:৫৬ পিএম, ১২ মার্চ ২০১৬ শনিবার

মায়ের স্নেহের ছায়া তলে বেড়ে ওঠে সন্তানের ভবিষ্যত। মার হাত ধরেই জীবনের পথচলা শুরু।  মায়েরাও সন্তানের জন্য ত্যাগ করেন নিজের জীবনের প্রতিষ্ঠা প্রাপ্তি। কখনো সন্তানের স্কুলের সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, আবার কখনো সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য সব সামলে কর্মব্যস্ত জীবন। মায়ের জীবন সংগ্রামের ওপর ভিত্তি করেই গড়ে উঠে ভবিষ্যতের সুনাগরিক অথবা দেশের কর্নধার। মায়ের সাথে সন্তানের সম্পর্ক মধুর। মায়ের প্রতি  সন্তানের ভালবাসা অতুলনীয়। ভিতর নিশ্চিন্তে শিক্ষা গ্রহন করছে সন্তানেরা আর রোদ, বৃষ্টি, ধুলো উপেক্ষা করে  স্কুলের বাইরে মায়েদের নিরন্তর অপেক্ষা।  সন্তানের সুশিক্ষা, সুন্দর ভবিষ্যত জীবনের প্রত্যাশায় প্রতিদিন অসংখ্য মায়ের দিনের বেশির ভাগ ঘন্টাই কেটে যাচ্ছে সন্তানদের স্কুলগুলোর সামনে। শুধু নিজের  সন্তানদের মানুষের মতো গড়ে তুলতে অনেক মাকেই ছাড়তে হয় পছন্দের পেশা অথবা প্রিয় শখগুলো। আর কর্মজীবী মায়ের জীবনতো আরো বেশি ব্যস্ত। সন্তান, সংসারের যাবতীয় দায়িত্ব  আর অফিস সামলিয়ে নিজের জন্য  যেন একটু ফুসরৎ নেই। সকালে ঘুমথেকে ওঠে সন্তানকে নাস্তা খাইয়ে স্কুলের জন্য তৈরি করা  আর . নিজের কর্মক্ষেত্রেও  ঠিক রাখা। আবার আধুনিক সবসুযোগ সুবিধা দিয়ে সন্তানকে গড়ে তুলতে শুধু চাকরি নয় বাড়তি সময়ে করছেন ছোট কোন ব্যবসা। স্নেহের ছায়া তলে সন্তানকে  নিরাপদে রাখতে একজন মাকে সারাজীবনই সংগ্রামী ভুমিকা পালন করতে হয়। তাই মায়েদের ও প্রত্যাশা থাকে সন্তান হবে দায়িত্বশীল সামাজিক মানুষ।