ঢাকা, সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৮ ১৪৩১

হিলি স্থলবন্দরে গড়ে উঠেছে পাথরের বাজার

প্রকাশিত : ১০:১৩ এএম, ৬ মার্চ ২০১৭ সোমবার | আপডেট: ১০:১৩ এএম, ৬ মার্চ ২০১৭ সোমবার

হিলি স্থলবন্দরে পাথর আমদানিকে কেন্দ্র করে গড়ে উঠেছে পাথরের বাজার। প্রতিদিনই বন্দর এলাকায় বিক্রি হচ্ছে কয়েক কোটি টাকার পাথর। দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে এসে পাথর কিনছেন ব্যবসায়ীরা। এ কারণে বন্দর দিয়ে আমদানিও হচ্ছে বেশি, বাড়ছে সরকারের রাজস্ব আয়। আমদানী করা পাথরে ভর্তি জায়গাটি হিলি স্থলবন্দরের পানামা ওয়্যার হাউজের মাঠ। <ংঃৎড়হম>পাকুর আর <ংঃৎড়হম>বোল্ডার পাথর পদ্মাসেতু প্রকল্পসহ রাস্তাঘাট নির্মাণে ব্যবহার করা হচ্ছে। প্রতিনিয়ত ভারত থেকে আনা পাথর লোড-আনলোড হচ্ছে এখানে, চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। বন্দর এলাকাতেই তেরি হয়েছে পাথর বেচা-কেনার ক্ষেত্র। দিনে প্রায় দেড় থেকে ২ কোটি টাকার পাথর বিক্রি হচ্ছে এ বাজারে। চাহিদা থাকায় বাড়ছে আমদানিও। হিলি শুল্ক স্টেশনের তথ্য অনুযায়ী, গেল ৬ মাসে বন্দর দিয়ে ৩ লাখ ৯০ হাজার টন পাথর আমদানি হয়েছে। আর সরকারের রাজস্ব আয় হয়েছে ২৬ কেটি ৬৩ লাখ ২২ হাজার টাকা। তবে বন্দরে অন্যান্য পণ্য আমদানিতে স্থান সংকুলান হচ্ছে না বলে জানালেন বন্দর সংশ্লিষ্টরা। রাজস্ব আয় আরো গতিশীল করতে বন্দর এলাকায় পরিকল্পিত ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।